Sunday, June 30, 2013

পাবার না পাবার সুখ

না পাবার সুখ যে অনেক খানি
এটা তো আগে জানতাম না!

জেনেছি শুধু অধিকার করার দাবি
আর পাবার মতন হাতে কিছু চাবি
যা দিয়ে আমি পারব করতে সবই হাসিল!
আর থাকবে না কিছু চাওয়ার





বুঝি নি তো, এ সুখের সীমা কোথায়
খুঁজতে গেলে আরও অনেক দূরে গড়িয়ে যায়
হারিয়ে যায় চাবি তৃষ্ণার বালুকায়
শুধু রয় যায় ছিন্ন হ্রিদয়ের কান্না
শিখেছি আজ সবকিছু হারিয়ে
ভালবাসা যে কোনো ব্যাবসা নয়
জানে শুধু দিতে, নিতে নয়
দেওআর যে কত সুখ আছে
পাবার সুখ থেকে ও দামী!!!


No comments:

Post a Comment