Thursday, December 7, 2023

শক্তি

হতাশায় যখন চারিদিকে কু কীর্তি র

 কুয়াশা ছড়িয়ে পড়লো 

তখন নারী জাতির শক্তি র আবিৰ্ভাৱ 

 

ক্ষত বিক্ষত  বিধ্বংশ শূন্য চিত্তে 

মরীচিকার বালুচুরি হতে উদ্ধৃত 

এক অপরিসিম বেদনায়  জেগে উঠলো 

অপ্রতিম স্ত্রী শক্তির প্রতিমার 

রুদ্ধ কণ্ঠস্বরে 


নির্মল কোমল হৃদয় দিয়ে যে 

ভালোবাসতে জানে 

নির্দ্বিধায় প্রেম করে 

উন্নত জগতের স্বপ্ন দেখে 

সে আজ ক্লান্ত 

অতি সাধারণের অভিপ্রায় সে জানতো 

তবু ও আশা ছিল ভালোবাসা ছিল 

মানুষের প্রতি অগাধ ভরসা ছিল 


নষ্ট প্রকৃতির কিছু মানুষ 

এ প্রজাতিকে ধ্বংশ করতে উদ্যত 

অজান্তে করে চলেছে অনবরত পাপ যত 

এই ভ্রান্তি তাদের ঘুচুক 

অত সহজে পার পে যাবে সব মস্তানগুলো 

 

নরক করে রেখেছে এ মর্ত  লোক  

সীমা হীন কুকর্মে রত 

ধর্মের কোনো স্থান নেই তাদের বিচারে 

তাই বুঝি ভুলে গেছে শাস্তি আছে অবিচারে 


 মায়ার লীলা যদি হয় নিত্তান্ত

সে খেল আমিও জানি প্রভুর ইচ্ছার পাত্র 

আমার ও আছে ঠাকুরের প্রতি অগাধ ভক্তি 

ভয় নেই মোর জানি এটা ও তার শক্তি  

হোক না যত বার ই অনাসৃষ্টি 

জানি মা আছেন কাছে 

তার ধৈর্যর সীমানা যবে পার হবে 

তখন ত্রাহি ত্রাহি মেচে যাবে 

বিচার হবে সব আসল নকল  কার 

ভুলে যেও না এ মর্ত লোকেই আছে ত্রিকাল 

তখন অনর্থ কে কেউ সামলাতে পারবে না 

আসবে প্রলয় বিদ্রুপ সংহারে 

সাবধান যদি আবার দেখি ফাঁকি 

ছল প্রতারণার হিংশ্র আবেগ 

জেনো শেষবারের মতন 

কাল চক্রান্তে নিম্নগামী ত্রাস হবেই হবে 

তাই যারা ক্ষমা প্রার্থী হয়ে শুধরোবে 

তাদের ছাড়া বাকি নরকের প্রাপ্তি পাবে 

 

 



 



No comments:

Post a Comment