হে নন্দিতা
তুমি রহ আনন্দিত
সর্ব গুনে সম্পন্ন, তোমার জীবন উন্নত বিকশিত
কর্ম পথে নিষ্ঠাবান
তোমার আদর্শ তোমার প্রাণ
নির্লিপ্ত ভাবে কর্ত্বব্যপরায়ণ
করো সর্ব ক্ষেত্রে সমাধান
অসীম ধৈর্য ও প্রবল শক্তি
নিঃসন্দেহে তুমি অসাধারণ ব্যক্তিত্বের প্রমান
পরোপকারে সদৈব উদ্যত
জীব সেবায় পরমানন্দিত
অন্তরাত্মায় তোমার ঈশ্বরের প্রতিষ্ঠান
একাগ্র চিত্তে তুমি স্বধর্মে স্থিত
নিত্য নতুন চেতনার আলোয় জাগ্রিত
সাধনায় কেন্দ্রিত হয়ে, আধ্যাত্মিক পথে অগ্রসর
পুণ্যাত্মার পূর্ণতায় তোমার জীবন প্রকাশিত
No comments:
Post a Comment