Monday, July 1, 2013

ভালবাসা

 ভালবাসার যে কোনো অন্ত নেই
এ তো নিঃশেষ নিরন্তর অন্তহীন -

প্রফুল্ল বাতাসে , উন্মুক্ত আকাশে
দেখেছ কি তার মৃদুল হাঁসি

হৃদয়পূর্ণ স্নিগ্ধ শ্যামল
শুনেছ কি তার প্রেমের বাঁশি ?

ঠিকানা জানি নে, পথ যে গভীর
সীমানা  পাই নি, কল্পনা কবির

তবু ও উড়ে চলেছি
পাংখা মেলে  দিগন্তহীন
এ যেন  উন্মাদ বরষার
 ক্লান্তিহীন বন্না

ফিরে পাবার আশা
ধরে রেখেছে হাঁসি আব্দার
মিটিয়ে  দেবে  আজ
বুকে চাপা বিষম কান্না

ফুঁটে উঠুক ভালবাসার ফুল
এ কোনো ভ্রান্তি না,  নাই বা ভুল
জীবন টা তো ব্যাস হাঁসি খেলায়
কেটে  গেলে নিস্তার পাই !

ভালবাসা তো রঙ্গীন ছবি
আছে কি কোনো কায়দা
এ তো স্বাধীন,  যুক্তিবিহীন

 ভালবাসার যে নেই কোনো নাম
ভালবাসার সেটা ই অভিমান
ভালো লাগলে কি বেঁধে রাখা যায় ?
ভালো লাগাই তো জীবনের প্রমান !!!
এতটুকু ভালবাসাটাকে দিতে  সম্মান
ভালবাসা জেনো  মানুষের প্রান !



  







No comments:

Post a Comment