Friday, July 31, 2020

বিনোদিনী

বিনোদিনী

বড়ই  নম্র ভদ্র স্বভাবের, শ্যাম বর্ন  ফকিরের মেয়ে
দূরাঞ্চলে  নিম্ন জাতীর সাধারণ  সেই মেয়ে

প্রকৃতির মাঝে বড় হলো, অবিরল তার প্রেম
পাড়া গাঁয়ে মানুষ হলো, আঁদরের সেই মেয়ে


কখন যে ফুড়িয়ে  গেলো- সে সবছেলেবেলার  খেলা 
কিশোরী অবস্থায় পড়তে না পড়তে
বাড়লো তার ঝুঁকি নেওয়ার পালা

গ্রামেগঞ্জে দেখে নি সে এমন একটি মজা
ফুর্তি করতে  যখন এলো যুবকের এক দল বাঁধা
 আমোদ প্রমোদ বিলাসিতা ছাড়া, বেশী  নেই তাদের জানা
নজরে পড়লো তাদের ঠিক ই  সেই  তরুনীর মিষ্টি মুখ খানা   

 বিবেকে তাদের বাঁধে নেই , কেউ করেনি  মানা
অনায়াসে   শুরু হলো তাদের দুষ্টুমীর খেলা
ঘুণাক্ষরে ও টের পেলো না নিরীহ মেয়েটি বেচারা
ময়লা করে ছাড়লো তাকে,  ছিল না কেউ তার রাখওয়ালা !

অসহাহায়  প্রাণটি যখন দগ্ধ হলো
জঘন্ন অপরাধীর কাম বাসনার জ্বালায়
খেলনা  পেয়ে ফেলনা করে উধাও হলো হতচ্ছাড়ারারা

ব্যাভিচারের চরমে যখন অংকুরিত হলো তার শরীরে এক দানা
 পায়নি সে তার কুন্ঠিত গলার চিৎকার হাহাকার এ -কারুর শব্দ সাড়া
নির্বিচার সমাজের পর্দা ফাঁস হলো এ যে আর এক প্রতারণা
 পাপ পুন্য বিচার করার অধিকার তাদের  জানা
নিঃস্পৃহ অংশ টা কে বাতিল করতে হলো না তাদের দ্বীধা
অবাঞ্ছিত নির্বাসিত  সে মেয়ে আজ  কাঠ গাড়োদে বাঁধা
অন্ধকার কুয়াশায় কোথায় যে তলিয়ে গেলো বিনোদিনী
 খোঁজ রাখেনি খোকলা সমাজ, মানবিকতা হারায় যারা

No comments:

Post a Comment