Thursday, July 30, 2020

শেষ মুহূর্ত

শেষ মুহূর্ত যখন আসবে আমার দ্বারে
আমিও শেষবারের  বিদায় নিবো উন্মাদে  উল্লাশে !

নিঃস্তব্দ কারাগারে যখন বাড়লো উৎপাতের ধার
করুন বেদনায় ভরে  গেল  প্রাণ
কবে যে নিস্তার পাবো- এমনি হলাম  ম্লান
কাতর হয়ে  ডেকেছি তাঁরে, ঢেকেছি অভিমান

সে ডাক মোর শোনেনি কেউ, যায় নি কারুর কানে
আমায়  যদি বলতে পারতে  এ যন্ত্রণার মানে !
নাই বা দিলে হদিশ আমায়, কোথায় তোমায় পাওয়া
আমার কাছে উপায় আছে, নাই বা দিলে সারা

সত্যি বলতে আমার এখন স্বপ্ন দেখার পালা
ভয় রাখি না পড়বো বলে, মেলেছি খুশীর ডানা
আমি এখন  প্রখর, সতেজ, খাঁটি মানুষ ষোলোআনা
ইচ্ছে মতন মনটি গোঁছাই -মানছি না কারুর মানা 







No comments:

Post a Comment