Wednesday, February 23, 2022

বাণী দি তুমি আর তোমার বাণী

 

বাণী দি তুমি আর তোমার বাণী 

 


প্রকান্ড এক আগ্নিয়গিরীর মতন 

অসাধারণ আবেগে তোমার তপ্ত ভূতল থেকে 

অজস্র অগ্নি শিখা উর্দ্ধে বিস্ফোরিত 

অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠানো 

সত্যকে সর্বোচ্চ ভাবে অবলম্বন করা 

অসংখ মানুষের কণ্ঠস্বর তুলে ধরা 

তোমার বাণী তে শুনতে পারি 

পাই ভালোবাসার ছোঁয়া সেই মৃদু সুরে 

 

তোমায় যখনি শুনেছি 

তেজস  আলোয় প্রজ্বলিত

তোমার প্রখর বাণী 

 সততায় পরিপূর্ণ হওয়ার আভাস পাই

বিরাট কিছু উপলব্ধি করার উৎসাহ পাই 

 

তোমার বাণী আমায় বহুকাল আগেই 

অন্তর মনে অনুপ্রাণিত করেছে 

যেমন গুরু র বাণী স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ!

এমন ই তুমি আমার জীবনে  আশীর্বাদ সম

 হয়তো এ বহু জন্মের যোগ 

যেমন জ্ঞানের সাথে কর্মের যোগ

 

 

 

 

No comments:

Post a Comment