Sunday, March 13, 2022

জানি তুমি ফিরাবে না মোরে

কারণে অকারণে 

প্রভু যদি কভু  করি ভুল 

জানি তুমি ফিরাবে না মোরে 

ক্ষমা প্রার্থী হই  একূল অকূল 

 

ক্ষনে ক্ষনে বিচলিত হয় 

এ আমার অধীর  মন 

সংসারের ভবসাগরে 

ডুবে যায় কত স্বপন

 

তোমার জ্যোতির আলো খানি 

ঘুচিয়ে দিক  সব অন্ধকার 

শুনলে পরে তোমার বাণী 

মনকে করে উজ্জ্বল 

 

 প্রকাশ হয়ে তুমি থেকো

আমার অন্তঃপুরে 

তোমাতে আমি  মিলিয়ে যাই 

ক্ষুদ্র নদী যেমন মহাসাগরে 


না জানি কত মানিক রত্ন 

ঢাকা পড়ে গেছিলো অবিদ্যার অযত্ন 

তোমার করুণা কৃপা সিন্ধুর ধারা 

ঝরিছে অবিরাম ধুয়ে দিলো সব মায়া 

মুছে দিলো সব দ্বেষ বিদ্বেষ 

কাটিয়ে দিলো জর্জরিত কায়া

 

আহা কি আনন্দ আজি

তোমাতে নিজেকে খুঁজি 

জেনেছি এবার আসল স্বরূপ 

 তোমার পাদপদ্মে স্মরণাগত  হয়ে

খুঁজে পেয়েছি এবার   মন্ত্র মূল।


 


 

 

 

 

No comments:

Post a Comment