Wednesday, November 29, 2023

রবির কিরণ

নব চেতনার তুমি কোন প্রভাতের আলোয় 

জাগাইলে মোরে  তোমার সুরভিত গানে 

 

পাষান হৃদয় বাসনা  ব্যাকুল 

ছুটিছে দিগ্দিগন্তে 

বহু অশ্রু তরীতে

ভ্রমিত মন  এলো মেলো ভুল

 কাদঁবি কত তোরা কত অকারণে 

উদাসীন হওয়ার রং ভেসে যায়  

চির কালের কলরবে


মায়াজঞ্জাল  কি বিষাদ বেদনা 

নিজেকে আর জড়ায়ে রেখোনা

তোদের এবার ফুরায়েছে খেলা 

বিসর্জন করো বিষয় বাসনা 

ভাসিয়া দিয়ো না নিজেকে 

অকারণে উত্তেজিতে 

সকল দৃষ্টি এড়িয়ে 

গিয়েছো নিভৃতে বেড়িয়ে 

আরও আলো আমার এই প্রাণ জ্বালো

আকাশ জুড়ে উড়বে বলে  

প্রকাশিত হলো  নব আলো 

 

 

দেখবি তোরা নব প্রভাতের নবীন আলোয়

মেতে রয়বি  রবির মন্ত্র মুগ্ধ গানে



কোথা আছিস তোরা এবার তো জাগ  

 বিশ্ব শান্তির টানে

ঘৃণা অত্যাচার ছেড়ে করো বাস 

প্রেম অনুরাগে

আশার কিরণ ঘুঁচিয়ে গ্লানি 

উদয় হয়েছে  হৃদয় বাণী


যা কিছু ছিল হেরিলো এ ডাক

রইলো না কোনো গ্লানি


পথ  ভোলা  মন 

ফিরলো যখন 

উৎসাহ উল্লাসে 

 ওরে তোরা সকল প্রাণ বহ

আমার ই বাণী গাহো 

 মৃদু হাঁসি সৌরভ  নব কল্লোলে


তালে তালে  হিয়া মৃদু হাঁসি ঢালে  


ওরা রইবে না আর, বহে চলে যায় 

নতুন জীবনের প্রভাত জাগায় 

রবির আলো জ্বেলে 

 

দিক  দিগন্তে বেরিয়ে বেড়ায় 

প্রাণ মন হরিয়ে 

প্রাণময় বল্লভে বিকশিত করে 

জন কল্যান কলরবে নবকল্লোল ভরিয়ে 

প্রদীপখানি অন্তরালে জ্বালো 

তোমার আমার সকল খেলার অবসানে 

বিশ্বরূপে মানব জাতি তে  নিত্য সৎ গুন্ ঢালো  


প্রাণ খুলিয়া জগতের মন মন্দিরে বিহারিয়া 

মোর সুখের কথা ভাবি না 

গান গেয়ে চলে যাই প্রাণ খুলে 



ওগো কোন  প্রভাতের আলোয় 

তোমরা জেগে ওঠো 

সেই ক্ষনে আজ রয়ি 

 

নব চেতনার গানে গানে 

তুমি ডাকিয়াছ প্রাণে প্রাণে 

 

শুভ্র শীতল বাতাস বহে 

তোমার হৃদয় ছোঁওয়ার দায়ে 

আঁধার রাতে অচেতনে 

তোমার বাঁশী বাজাও প্রাণে 

বুকের মাঝে কি হিল্লোলে 

গায়িবো  মোরা ভুবন মাঝে  

মায়ার জালে রইলি তোরা 

বিষাদ বেদনার কাতর চেতনা 

জেগে ওঠে ভ্রমিত পাষান হৃদয়ে 

তোমার বাণী চূর্ণ করে সকল পাপ সঞ্চারে 

অন্তঃকরণ করেছি পূর্ণ সাধনার তাপে




তোমার আকাশ পানে চাওয়ার 

মুগ্ধ হাসিতে  আনন্দোৎসব গাওয়া 

আমার হৃদয় স্পর্শ করে 

পরশমনি হাতে পাওয়া




 

 

No comments:

Post a Comment