Tuesday, June 4, 2013

বিপ্লবী

কতদিন ভেবেছিলাম বিপ্লবী হতে
পারি নি তো এতদিন,  রেখেছিলেম  বেঁধে

ছল ছল আঁখি জলে গিয়েছিলাম কেঁদে
দেখনি কখন ও যে আমাকে বিরহে

তোমারি মতন কিছু ভেবেছিলাম হতে
সব যেন ভেসে গেল অঘড় আঁধারে

নিরাশার কুয়াশা ফাঁকি  মেরে বলে
এ দিন আর কতদিন, এ ও যাবে চলে

কে যে দিল ডাক ফের আশার উল্লাস্সের
আমিও তো শুনেছিলাম এ গান বিপ্লবের

আবার জেগে উঠলো অসীম প্রভাতের
প্রথম আশার  কিরণ অগনিত উত্তাপে






1 comment:

  1. This poem is dedicated to my childhood friend Anirban Sengupta!

    ReplyDelete