মার কান্না
জেনেছো ঠিকই তুমি মা যে কি হয় তবে কি ঠিক জানো তুমি মার হৃদয়
বুকের পাঞ্জর ভাঙার মতন যন্ত্রনা তার ভিতরে
পরিকল্পনার বাইরে তোমার তুমি নাইবা জানলে
এখন বলি মা র বোকামি মানতে এ কি মুশকিল
শিশু থেকে যে খোকা ডাকা এই ছিল তার অভ্যেস
এখন বড় হাবড়া জোয়ান, নাই পেলো তার টের
সন্তানের সুখ এমন তার চোখের তারা
না দেখলে তাকে, হয় দিশেহারা
তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়
ভোর থেকে সন্ধ্যাবেলা
কি যে হলো ডাক শোনে না তার
এমোনি তার কাল অলুক্ষুনে ছন্নছাড়া
মার কি আর ইচ্ছে হয় না
খোকার মুখখানি চেয়ে দেখার
সে আবার বুঝবে কারা, বুঝতে তাদের মানা
বুঝতো যদি মার বেদনা, কেন মনটা ক্লান্তি ভরা
আর যদি সে বুঝতে পারতো- মার ব্যাকূলতা
ভ্রান্তি নয় সে, মায়ের মমতা , চোখ জুড়োনো ব্যাথা
বুকের মাঝে জড়িয়ে থাকে সব মায়ের এই কান্না
খোকা কবে বাড়ি ফিরবি মার একটি মাত্র বায়না
জেনেছো ঠিকই তুমি মা যে কি হয় তবে কি ঠিক জানো তুমি মার হৃদয়
বুকের পাঞ্জর ভাঙার মতন যন্ত্রনা তার ভিতরে
পরিকল্পনার বাইরে তোমার তুমি নাইবা জানলে
এখন বলি মা র বোকামি মানতে এ কি মুশকিল
শিশু থেকে যে খোকা ডাকা এই ছিল তার অভ্যেস
এখন বড় হাবড়া জোয়ান, নাই পেলো তার টের
সন্তানের সুখ এমন তার চোখের তারা
না দেখলে তাকে, হয় দিশেহারা
তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়
ভোর থেকে সন্ধ্যাবেলা
কি যে হলো ডাক শোনে না তার
এমোনি তার কাল অলুক্ষুনে ছন্নছাড়া
মার কি আর ইচ্ছে হয় না
খোকার মুখখানি চেয়ে দেখার
সে আবার বুঝবে কারা, বুঝতে তাদের মানা
বুঝতো যদি মার বেদনা, কেন মনটা ক্লান্তি ভরা
আর যদি সে বুঝতে পারতো- মার ব্যাকূলতা
ভ্রান্তি নয় সে, মায়ের মমতা , চোখ জুড়োনো ব্যাথা
বুকের মাঝে জড়িয়ে থাকে সব মায়ের এই কান্না
খোকা কবে বাড়ি ফিরবি মার একটি মাত্র বায়না
No comments:
Post a Comment