মুখ ফিরাতে পারে নি সে
মলিন মুখটির দিকে চেয়ে
নজরে পড়লো যখন,
করুন দৃষ্টি- পারে নি এড়াতে
তার দরদে ভাষা নেই,
কেবলি অশ্রু ঝরে করুন আঁখি থেকেজানি না কোন কারণে, কি বিষয়
ভেষে যায় তার সংসার দুঃখের প্লাবনে
কেন কয় না সে কথা,
বসে চুপটি থেকে
অযথা কথা বলা অকারণ
চুপ থাকা টা কি নিবারণ?
মনে পড়লো ব্যাপারটা হয় নি অকারণে
ক্ষতি করেছে কে, বুঝি তার নারী নক্ষত্র নিমেষে
সমাজের প্রধান ই হোক না কেন
বলি সেই বাবুদের বিরাট বিশাল বাড়ি
ছেলে তার মেজাজ দেখায় ভাড়ী
এমনি কুটিল কঠোর তার আচরণ
অযথা ঝগড়া বাঁধায় অকারণ
কুল নাই বেপরোয়া চাল চলন
মীমাংসা হক না হয় যতই
তাতো সব ভুলে যাওয়ার মতোই
জীবনে যতই আসুক বিপদ
অচেতন রয়ে কিভাবে মেটায় বিবাদ
এখানেই কই সে কিছু লোকের কথা
অবশ্য আজকের যুগে তারা নিরাপাত্তা
বলি সেই ভদ্র লোকের সুবিচার
যাদের কাছে আছে আশা
আর ওপরের প্রতি প্রেম
অসংখ্যঃ ভালোবাসা
সে থাকে এক অকল্পনীয় যুগে
সেখানে সমস্ত ক্ষোভ গেছে ঘুচে
এটা তার কল্পনার অতীতে
পর বলে কেউ আছে এ সৃষ্টিতে
সে ভালোবাসা বাঁচিয়ে রাখে বুকের মধ্যে জড়িয়ে
তার নেই কোনো দ্বিধা, নেই কোনো ব্যাভিচার
সকলকে নিয়েই তার সোনার সংসার
এ হলো সেকালের লোক
পাবে না তাদের খোঁজ
যারা হলো নিরুদ্দেশ ইহ লোকে
পেতাম তাদের আরও কিছু দশক আগে
No comments:
Post a Comment