Tuesday, August 11, 2020

রীতা

রীতা 

নিরীহ মানুষটা সেই মেয়ে

আজ চলে গেছে, কাউকে না বলে কয়ে 

তার বেঁচে থাকার অপূর্ব  আশা ছিল 

আমাদের প্রতি ভরসা ছিল

আপন করে সকলকে জয় করে নিতো 

এমনি বাণী তার , হাঁসি তার মুখশ্রী ছিল 

নিজের বলতে যতটুকু তার অর্জন 

তা নিয়েই সে বেশ ছিল ,তাতে ক্ষতি কার 

করে নি তো কোনো দাবি সে, 

আবদার আহলাদ তার ও তো ভাগিদারী সে 

করে নি সে কোনো প্রতিবাদ 

মেনেছিল তার পোড়া  কপালের দাগ 

করে নি সে কোনো বিলাপ 

মাথানত করে মেনে নিয়েছিল, করে নি হিসাব 

আজ তাই হতভাগী সে?

না আমাদের ই কেউ দায়ী এতে 

কারণ আমরাই সমাজ, আমরাই চলি এ ভেষে 

আবরণ তলে রাখি  নিজেকে ঢেকে 

থাকি লুকিয়ে,  করি খবরদারি পিছন থেকে 

আজ যদি থাকতাম তার সাথে থেকে 

হারিয়ে যেত না সে মেয়ে আমাদের মাঝ  থেকে


 


No comments:

Post a Comment