Tuesday, August 18, 2020

ভালোবাসার মর্ম

প্রানপন ভালোবাসা যখন জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য হয়ে ওঠে 

তখন তাকে কোনরকম বেঁধে রাখা যায় না প্রবল ঘূর্ণি থেকে 

 এ যেন মনোরম ঝড় ঝঞ্ঝাট কে স্বাগত জানানোর মতন 

উজাড় হয়ে যেতে প্রস্তুত বিপদ কে আওহ্বান  জানানোর মতন 

 

এমনি ছিল সেই অপুরূপা, উৎশৃঙ্খল জীবন , নিজের ছন্দে মেতে রয়িত সে 

সে যেন এক মাতোয়ালা বাদল, কিনারা  ছাড়িয়ে যেত সে  ভেষে 

ভালোবাসার এমনি ছিল তার তীব্র আবেগ , বোধ হারানোর ভয় ছিল না সেই মেয়ের 

ঝুঁকি নিতে সে সর্বদাই  রাজি, এর অতিরিক্ত তার জানার ছিল না বাকি 

বহুবার সে উড়ে পালিয়েছে সীমানার বাইরে, খবরদারি তাকে পারে নি থামতে !

 

প্রেমময়ী দু নয়ন একটু ছোঁয়া ভালোবাসার 

তার নজরে পুন্য প্রেম, অন্তরঙ্গের যার সাথে ছিল মেল 

ছিল না তার দাবি আবদার, রাখে নি সে কোনো হিসেব 

অবুঝ সে পাগলী অনায়াসে ধর্ষণ হয় শয়তানের হাতে

কাম বাসনার  বালুচরে, তাকে ভুগতে হয়েছে অবিরল

ক্ষত বিক্ষত দেহে তার গর্ভ রক্তে করে হাহাকার 

করে নি সে প্রতিবাদ, মেনে নিয়েছিল তার পোড়া কপাল 

আজ ও সে বাঁচিয়ে রেখেছে তার আন্তরিক প্রেম 

অপ্রতিম ভালোবাসা  নেই কোনো ছলচতুরতা 

 তার মন মন্দিরে আজ ও সে মনপ্রাণ দিয়ে করে উপাসনা 

ভালোবাসার মর্ম জানে সে ,  তাই আজ সে পরিপূর্ণতায় ভরা !

 

No comments:

Post a Comment