ছল ছল দু নয়ন
ভেষে যায় অশ্রু জল
মনটা বড় মাতাল আজ
ঝড় উঠেছে, দুঃখেঁর প্লাবন
কূল পায় নি যে
অজান্তে আজ কি এই বিলাপ ?
কোথা হতে বিরহের রাগ
কোন কারণে মুর্ছে পড়েছি , মুখটি ম্লান
হৃদয় মাঝে অজস্র ত্রাস, রত্নে ঠাঁসা অশ্রুর নেই কোন ও দাম
বহিতেছে অকারণে অযত্নে অহেতুক
তবে কি সব মিথ্যে অভিযোগ
অযথা মনের রোগ
চোখ বুজেছি চাই না আর চোখ পেতে
দেখার শোভা হারিয়েছে তাই আজ মুখ বুঝে চুপটি থেকে
বসে নেই আর পথ চেয়ে
বাতিল করেছি সব আশা প্রত্যাশা
মন ভালো নেই -যাক গে সে সব কথা !
জলের স্রোতে ভেসে গেলো সব ওঁৎ প্রত
মান অভিমান দ্বেষ বিদ্বেষ
রইলো না কোনো বাদ বিবাদ
মন ফুঁটে উঠলো বৃষ্টির আগমনে বেশ
নিমেষে ভরে গেলো, মনে প্রাণে এ জীবন!
No comments:
Post a Comment