ছোটবেলা থেকে বড় হলাম জমজের মতন দুই বোন
খেলার সাথী বলতে ওই ছিল, যে একমাত্র বুঝতো আমার মন
বলতে গেলে ছবি আঁকা ওর নেশা
তাতে আমি হতাম বড্ড বেশি ফিদা
জানা ছিল না বেশি কিছু, ওর দেখা দেখি সব শেখা
বলি নি যদিও মুখোমুখি- ওর আঁকা যায় নি বৃথা
কত যে গল্প গুজব, আজব সব কাহিনী
মেতে থাকতাম কি বুঝে , আজও তা জানা নেই
বেশ ছিলাম, কি না করতাম সব মজার কাণ্ড
কখনো ফটোশুট চলছে সেঁজেগুজে , আবার কখন ও লিখতাম গল্প
কমিক্স এর বাহার ছিল, বই এর যেন পাহাড়
লাইব্রেরি থেকে সব বই আনা, পুজো বার্ষিকী, কত বই উপহার
আমাদের জন্মদিন কি যে মজা হতো, বন্ধুদের সাথে মানানো হতো
সকাল বেলা টফি নিয়ে যাওয়া, মাথা ফুল গাজরা এ সাজা
কত কি না মা বানাতো, পায়েস, ঘুগনি মা খাওয়াতো
পুজোর সময় কত আয়োজন, ছবি আঁকার, আবৃত্তি প্রতিযোগিতা যেমন
আমি ছিলাম ওর পাশে, ওর বন্ধু আমার সাথে
এমনি চলছিল আমাদের বেশ, কখন ও হয় নি কোনোদিন কোনো প্রকারের ক্লেশ
আমাদের ছিল এক গোপন দেশ; টের পেতো না কেউ আমাদের ফন্দি বিশেষ
খেলাদুলা র ছিল না কোনো শেষ, বদমাইশি ছিল বইকি , ছিল না দ্বেষ বিদ্বেষ !
আজ বহুদিন পর আমার ওই দিদি- বনে গিয়েছে আবার আমার সারথি
জীবনের দুর্গম রাস্তায়, সে প্রতিক্ষণ আমায় সাথ দেয়
আমার কোন ও এমন কাজ নেই যাতে তার হাত নেই
সে ভারী আমার প্রিয়, তার কাছে আমিও অদ্বিতীয় !
No comments:
Post a Comment