সম্প্রতি এক জুটির চূড়ান্ত খ্যাতি হয়েছে । আপনারা ও শুনে থাকবেন। কি বললেন ? শোনেন নি? কি কথা? তাহলে যাওয়া যাক হীরক রাজার দেশে ।
সে ছিল এক বিরাট রাজ্য। একদিন সে রাজ্যে একটা লেংচা চোর এসে ঢুঁকে পড়লো। সে এক কিম্ভুত কিমাকার ব্যাপার। কারুর বোঝার ঠাঁই নেই সে চোর রোজ রাতের অন্ধকারে কিভাবে এতো গুলি বাড়ি তে চুরি করতে পারে! সে কি আর ছিচকে চোর? বলাই বাহুল্য! তবে ডাকাতি করার তার জো নেই। চারিদিকে চোরের হুলুস্থুলু পড়ে গেলো ! প্রায়ই শোনা যায় অমুক বাড়িতে কি না এতো টাকা সম্পত্তি চুরি গেছে, বলতে বলতে রাজার কানে গেলো সেই কথা! এবার রাজ্যের খাজানা চোরের নজর পড়তে আর দেরি নেই ভেবে , রাজা হেস্ত নেস্ত হয়ে হকুমনামা জারি করলো -" চোরকে হেনস্ত করার জন্য এক রাশি পুরস্কার দেওয়া হবে। "
এদিকে আবোল আর তার জমজ ভাই তাবোল এর মাথায় চোরকে শায়েস্তা করার জন্য ফষ্টি নষ্টি চলছে। এরা দুজনেই একদম ই সাধারণ পর্যা র মানুষ নয় - কারণ এদের গত কিছু বছর যাবৎ বেশ সুনাম হয়েছে । ইদানিং নিত্তান্ত পেটের দায়ে এরা খুচরো গোয়েন্দা গিরি করে বেড়ায়। এই ধরুন..... কেউ কারুর নালিশ করলে, এরা তার ওপর নজর রাখবে তারপর টুক করে তাদের সব গন্ডগোল গুলো পারা প্রতিবেশীদের সামনে ফাঁস করে দিয়ে গোল হয়ে যাবে। আসামি এমন পেদানি খায় তারপর আর সে কোনো মন্দ ব্যাপারে ও জড়াতে যায় না।
এইবার রাজ্য পুরস্কারের লোভ আর সামলাতে পারলো না..... এই চোরটা কে এমন কেরামতি দেখাতে হবে যে তার চোট্টামি বেরিয়ে যাবে। আবোল পিলে চমকানোর মতন তাবলের ঘাড়ে হুমড়ি খেয়ে বেশ জোর গলাতেই বলে উঠলো - "এই বার মজা আসবে" তাবোল অমনি তাবলের গলায় হাত ঝুলিয়ে হেলতে দুলতে বেশ ছন্দের মতন গলা মিলালো -
"অবশেষে ডাক পড়লো
চোরের ফন্দি এবার ফুরোলো
আমরা নই যে ক্যাবলা কেবল
ওই আর ওয়ান এন্ড ওনলি
আবোল তাবোল!"
No comments:
Post a Comment