Monday, September 20, 2021

তুমি ফিরিলে

 বহুদিন হলো চোখে দেখিনি 

পাই নি গো তোমার স্পর্ষ 

তুমি যে নাই - ভাবিতে না পারি 

ফুরোলো এ এক বর্ষ!

 

এ কাল রাত যে বড় ই গভীর 

কাটিতে না চায় দুঃখের প্লাবন 

অধীর মন কত যে কাতর 

ভাঙিয়া মোর বুকের পাঁজর। 

 

ক্লান্ত মন, ক্ষুদিত নয়ন 

যখন না পারিল বিরতির বিশ্রাম!

নীরবে বসিয়া তব স্মরণে 

থমকে গেলো সব ব্যভিচার !

 

কোথা  হতে তুমি ফিরিলে হৃদয়ে 

 স্ফটিকের মতন আলোকিত হয়ে

 জাগিলো  প্রথম  ঊষার কিরণ -

তোমার ছোয়া নতুন প্রভাত !

 

দৃষ্টির সীমা পার হয়ে তুমি 

ভেদিছ এ কাল চক্র ক্রম 

চিরঞ্জীবী হয়ে ফুটেছো হৃদয়ে  

মন পুলকিত কুঞ্জ বিহারে !

 

তুমি নাই বা রইলে পাশে 

জগৎ থেকে মুক্ত তুমি 

 দুঃখ , কষ্টের  ও পারে। 

তোমার ঘুঁচেছে সকল ব্যাধি 

আমার ঘুঁচিলো সব সংশয়।

 

কি সুধা না পাইলাম এ অনুভবে

শাশ্বত তোমার আমার প্রেম 

ফিরিব আবার তোমার কাছে

এ যাত্রা শেষে আবার হবে আলিঙ্গন  । 

 



 

1 comment:

  1. Dedicated to Baby masi, my younger Aunt who recently lost her beloved husband.

    ReplyDelete