Thursday, December 2, 2021

অন্তর মম বিকশিত করো

 অন্তর মম  বিকশিত করো 

এই প্রার্থনা

 আমাদের অন্তরের প্রতি স্বজাগতা আনার জন্য ঠাকুরের কাছে বিনতি 

আমরা যেন পূর্ণ রূপে এ জীবনে অন্তর্মুখী হয়ে প্রকাশ পাই, 

জীবনের উদ্দেশ্যের প্রতি জাগরিত হই 

সৎ পথে এগিয়ে যাওয়ার জন্য উদ্দ্যত থাকি 

সুন্দর মনোভাব আমাদের আরও শুদ্ধ চেতনা যেন বাড়ায়ে 

কোনোরূপ সংশয় যেন আমাদের বাধা না দেয় 

 

যুক্ত করো হে সকল সঙ্গে, মুক্ত করো হে বন্ধ 

মানে আমরা যেন সকল মধ্যে আপন ভাব অনুভব করতে পারি 

সবার সাথে আনন্দ পর্বে থাকি সম্পূর্ণ ভাবে যুক্ত হয়ে 

যদিও পরস্পর রেষারেষি ভাব, দ্বন্দ্ব , দ্বেষ বিদ্বেষ রহিত হয়ে থাকা 

তার কৃপা ছাড়া সম্ভব না ! 

তাই এই প্রার্থনা যেন সকল মায়া জঞ্জাল এর বন্ধন থেকে মুক্ত থাকি।

 

 কোনো ভাবে আলস্য বা নিস্তেজ আমাদের ছুতে না পারে এই প্রার্থনা

সমর্পন ভাব নিয়ে সম্পূর্ণ ভাবে সকল কাজ ঈশ্বরের কাজ ভেবে 

সর্বদা কর্ম রত যেন  থাকি, সেটাই পরম ধর্ম 

 আমাদের কেবল তার চরণ স্থলে জায়গা করে নিতে হয় পূর্ণরূপে সমর্পন করে 

 তাঁর জ্যোতি  আমাদের অন্তর প্রকাশিত করে

জীবনে পূর্ণতার অনুভব করার সুন্দর সুযোগ এই প্রার্থনা তে 

গুরুদেব আমাদের দিয়ে গেছেন 


No comments:

Post a Comment