Tuesday, February 22, 2022

এ যুগের নারী

 এ যুগের নারীর কণ্ঠস্বর 

 

কন্যা রূপে তুমি মামুনি 

বধূ রূপে গৃহ লক্ষ্মী 

মাতৃ রূপে তুমি প্রতিমূর্তি 

করুণাময়ী জগধাত্রী

 

প্রথমে ত্যাগের বেদিতে 

শুরু হলো তোমার  বলিদান 

"আমি বাঁচতে চাই"

কেউ শুনলো না তো তোমার আর্তনাদ !

 

 গৃহ বধূ করলে যখন 

ভাবলে কেমনটি দমন করতে পারলাম 

 অনেক যত্নে পরানো  সেই 

ভালোবাসার সেঁকল

তারে খুঁটি তে বেঁধে রেখে, ফুর্তি করতে পারবে কি ?

আত্ম সমর্পন দিয়েছে সে ঠিকই 

এই বিয়ের অগ্নি কুন্ড তে 

তবে আত্ম সম্মান বিশেষ করে 

সামলে রেখে লড়বে সে স্ত্রী শক্তি নিয়ে 


নিজের বলতে কিছু ই আগলে রাখে নি সে 

সংসারে সবই আপন করে রাখতো

বেতন রহিত চিরকালের দাসী

 মান অপমান রাখার ঠাঁই  পায় নি

এইটুকু কি জানতো সে   ?

উচ্চ স্বরে কথা বললে বাগী বনে সে মেয়ে 

না বললে-  "মুখে কথা ফোটে না  "

মূর্খ বলে যুক্তি দেখায় মস্ত দৌলতে

 

বুক চাঁপা কান্না ভরে 

অজস্র অশ্রু বয়ে নিয়ে গেছে 

তার অপরূপ বাণী

অধীর, ক্লান্ত , ছিন্ন হৃদয়

রুদ্ধ করেছে কণ্ঠস্বর 

 

সকলের পাপের ভোগী 

তার  হিসেব রাখে নি কেউ 

মিথ্যে অপবাদে বন্দি হয়ে 

আজ ও খাটছে কারাগারে 

 

এ যুগের  নারী আমি 

 চাই না পরে থাকতে এক কোনে 

সাজিয়ে রেখো না মোরে 

বন্দি গৃহে আসবাবে 

 

আমি সীমান্ত ছাড়িয়ে দিগন্ত পেড়িয়ে 

উড়তে চাই খোলা আসমানে

 

 

আদি যুগের যুক্তি দিয়ে 

ত্যাগের প্রতিমূর্তি হতে প্রস্তুত নই 

আমার প্রাণের আহুতি দিয়ে 

কেমন জব্দ করবে বলে 

এ সব সাজানো ফন্দি 

এ যুগের  নারী আমি 

চিরকালের সংগ্রামী 

তোমার যত বিয়ের যুক্তি

চুকিয়ে দেব সব চুক্তি 

রূপটা দেখলে কেবল 

স্বরূপটা জানতে চাইলে কি 

পারলে হয়তো চিনতে পারতে 

বেদনার মর্ম কি

পবিত্রতার  প্রমান পত্র উঠে যাক 

থাক  তোমার দাবি  আবদার

ধ্যৈর্যের সীমানা টা কি 

আমার একলার দায়িত্ব কি?

 

 

জগৎ মাতা র নিবেদন এ 

নারীর প্রতিমায় দেবী গড়েছ ঠিক ই 

আসল জগৎ এ কি  তার আহ্বান হয় 

কন্যা শিশু কে জন্ম হতে পরিত্যাগ করে 

দেবী র কি অপমান নয় 


এ যুগের নারী আমি 

বর্তমানের আবেগ নিয়ে চলি 

বড়ই আধুনিকা , অসাধারণ 

নারীর  এই পরিচয় দিতে

আমার বিন্দু মাত্র দ্বিধা  নেই

অত্যাচারের বিরোধিতার বিবেক আমি রাখি 

অপমান তো দূরের কথা 

পার্থক্য করার অধিকার কারুকে দি নাই 

মিথ্যে সমাজের অবিচারে

 যোগ দিতে বাধ্য নই 

 আমায় আমার মতন থাকতে হবে

 এই সুখ টা আমার প্রাপ্প তাই !

 

ক্ষমা প্রার্থী নয় মোটে সে 

নিজের গুনেই মত্ত সে 

অবিরাম অক্লান্ত সে 

সর্ব ক্ষেত্রে যোগ্যতার 

পারদর্শিতার পরিচয় দিয়ে 

ফিরে পেয়েছে তার হারানো সুর

আবিষ্কারের জগতে ও 

শ্রেষ্ঠ যোগদান দিয়ে

 জয় করেছে বিশ্বকে 

 



 

 

 



 

 


 

 

 

No comments:

Post a Comment