Wednesday, June 26, 2013

মাতওয়ালা পাগলা হাওয়া

পাগলা হাওয়া  , বয়ে চল মাতওয়ালা
দোষ  কিসের দেখবি তোরা
থামিস না রে, ভাবিস না রে
 ভিষণ বাদে এ প্রবল উন্মাদ
জেগে উঠুক ভিতরের প্রতিবাদ
দুর্দান্ত করে চলেছ অভিনয়
খামখেয়ালী মাতাল তো নয়
ভাবনা নেই ভয় কিসের
বেপোরওয়া বেহিসেব
দুনিয়ার কাছে আছে কি কোনো বিবেক?

তুমি তোমার অগিণত প্রতাপ
নিয়ে চল এই মিছিল অন্ধকারে
দিশাহীন হলে কি হবে
আছে তোমার কাছে অজস্র বাণী
প্রবল, দুর্লভ মুক্ত নবীন
আর আছে অসীম সাহস
বিপ্লবীর আগুনের মতন তেজস

দিন না রাত না
এ যেন প্রভাতের প্রথম আলো
কিম্বা যেন সন্ধ্যার শেষ কালো
তবু এটা ভুল না ,
মেনে নিও  না দূর্বলতা
এ তো তোমার  স্বাধিনতা
এগিয়ে চল এগিয়ে চল
 মুক্ত বাতাশ জানে না হতাশ
শুধু উড়ে যায় নেই কোনো ত্রাস
তাই তো উড়িয়ে নিয়ে যায়ে সাথে
জীবনের জঞ্জাল উপহাস

ভবঘুরে ভালোই আছিস
এমনটা সুখ কথাযে পাবি
নিজের মতন, নিজের সুরে
মাতওয়ালা তুই চলিস স্বাধীন !!!





No comments:

Post a Comment