Thursday, July 30, 2020

না ফেরার পথে

না ফেরার পথে যখন চলেছি
ফিরে চাওয়ার আশা কে জব্দ করেছি
বলেছি নিজের মনকে, বিবেক কে বুঝিয়েছি
বহুদিন পর এ সাহসটা জুটিয়েছি

না জানি কত রাত নিদ্রাহীন কাটিয়েছি
কত বার মুখ ঢেকে কাতর হয়ে  কেঁদেছি
দিশা হীন তন্ন তন্ন করে খুঁজেছি
কই তখন তো কেউ আমার ক্লান্ত মনকে বোঝে নি
হয়  নি কারুর তীব্র ইচ্ছা আমাকে জানার

নাই বা হলো, তাতে আর ক্ষতি কি
বেশ আছি আমাতে আমি মেতে রই

এর আগেই বলছি- আমি নিজেকে যে কত বার টুকেছি

প্রতি ক্ষনে নিজেকে এগোতে রুকেছি
 যাচাই করার স্বভাবটা যখন ফুরিয়েছি
ইচ্ছে ডানা মেলে তখন খোলা আকাশে ওড়ার স্বপ্ন দেখেছি

সেই থেকে হলো আমার পথ চাওয়ার গল্প থেকে
আসল পথে পাড়ি দেয়ার পালা শুরু হলো
এক অতুলনীয় রূপকথার মতন আমার অসাধ্যপ্রতিভা জেগে উঠলো
অসীম সীমানা পার করে যখন নিজেকে বল দিলাম
জানি আমি মৃত্যুর ভয়কে ও মাত দিলাম,
কোনো বিপদ আমার শত্রূ রইল না , জানি  তাকে নিজের মতন জয় করলাম

No comments:

Post a Comment